কলকাতায় বিজেপি নেতার সৎ ছেলের রহস্যজনক মৃত্যু

কলকাতায় বিজেপি নেতার সৎ ছেলের রহস্যজনক মৃত্যু

প্রথম নিউজ, অনলাইন:  গতকাল মঙ্গলবার (১৩ মে) সকালে কলকাতার নিউ টাউন এলাকার একটি আবাসন থেকে বিজেপি নেতা ও প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের স্ত্রীর ছেলে প্রীতম মজুমদারের (২৬) মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, প্রীতমকে উদ্ধার করে কাছাকাছি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

গত মাসেই বিজেপির মহিলা শাখার নেত্রী রিঙ্কু মজুমদারকে বিয়ে করেন দিলীপ ঘোষ। প্রীতম মজুমদার ছিলেন রিঙ্কু মজুমদারের একমাত্র সন্তান। এটি ছিল দিলীপ ঘোষের প্রথম বিয়ে এবং রিঙ্কু মজুমদারের দ্বিতীয় বিয়ে। এই ঘটনায় এখন পর্যন্ত তাদের পরিবার থেকে কেউ কোনও লিখিত অভিযোগ করেননি বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, দিলীপ ঘোষ ২০১৫ থেকে ২০২১ পর্যন্ত বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্যের সভাপতির দায়িত্বে ছিলেন। তার নেতৃত্বেই ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ৪২টি আসনের মধ্যে ১৮টি আসন পেয়ে জয়লাভ করে। বর্তমানে তিনি বিজেপির জাতীয় সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।

সূত্র : ইন্ডিয়া টুডে