আজ নয়াপল্টন কার্যালয় খুলছে বিএনপি

বার্তায় বলা হয়েছে, আগামীকাল বিকাল তিনটায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ৭ই জানুয়ারি অনুষ্ঠিত প্রহসনের নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করবে বিএনপি।

আজ নয়াপল্টন কার্যালয় খুলছে বিএনপি

প্রথম নিউজ, অনলাইন: দীর্ঘ ৭৪ দিন পর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় খুলছে বিএনপি। বৃহস্পতিবার বিকাল তিনটায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বার্তায় বলা হয়েছে, আগামীকাল বিকাল তিনটায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ৭ই জানুয়ারি অনুষ্ঠিত প্রহসনের নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করবে বিএনপি। এতে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বক্তব্য রাখবেন। এছাড়াও সংবাদ সম্মেলনে দলের অপর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বেগম সেলিমা রহমান উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে দুই মাস ১৪ দিন পর তালা খুলে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করবে বিএনপি। সংবাদ সম্মেলনে দলের সিনিয়র নেতারাসহ অন্যান্য নেতা ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন দলটির একাধিক নেতা। ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড হবার পর থেকেই তালাবদ্ধ দলটির নয়াপল্টন কার্যালয়। বিএনপি বলছে, পুলিশ কার্যালয়টি তালাবদ্ধ করে রেখেছে। অপরদিকে পুলিশ বলছে কার্যালয় খুলতে কোনো বাধা নেই। যদিও বিএনপির অভিযোগ কার্যালয়ের সামনে কোনো নেতাকর্মী গেলেই পুলিশ তাদের আটক করে।