কেরালায় পর্যটকবাহী বোটডুবি, নিহত বেড়ে ২২
সোমবার সকালে আরও সাতটি মৃতদেহের সন্ধান পাওয়া যায়।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: কেরালার মালাপুরমে তুভালতিরম বিচে মর্মান্তিক এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ২২ জন। এর মধ্যে সাতজন শিশুও আছে। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে যে তানুর জেলার ওই বিচটি বিখ্যাত প্রমোদ ভ্রমণের জন্য। রোববার ছুটির দিন হওয়ায় সমুদ্রে প্রমোদ ভ্রমণের জন্য প্রচুর মানুষের সমাগম হয়েছিল। প্রায় চল্লিশ জন টিকিটধারীকে নিয়ে ডাবল ডেকার বোটটি পানিতে নামে এবং কিছুক্ষণের মধ্যে তলিয়ে যায় সমুদ্র গর্ভে। রাতে ১৫ জনের সলিল সমাধি হওয়ার খবর পাওয়া গিয়েছিল।
সোমবার সকালে আরও সাতটি মৃতদেহের সন্ধান পাওয়া যায়। ঘটনায় গভীর শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মৃতদের পরিবারকে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন। এন ভি আর এফ এবং ইন্ডিয়ান কোস্ট গার্ড এখনও উদ্ধার কাজ চালাচ্ছে। তারা জানিয়েছে যে বোটটিতে নিরাপত্তার কোনও ব্যবস্থাই ছিলো না। তাদের আশংকা- আরও মৃতদেহের সন্ধান মিলতে পারে।