কারামুক্ত হলেন ছাত্র অধিকার নেতা বিন ইয়ামিন মোল্লা
বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার পর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

প্রথম নিউজ, অনলাইন: দীর্ঘ প্রায় সাত মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামীন মোল্লা। বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার পর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের সমন্বয়ক এড. নুরে এরশাদ সিদ্দিকী জানান, গত ১লা আগস্ট দলীয় কার্যালয় ভাংচুরের মামলায় হাতিরঝিল মহানগর প্রজেক্ট এলাকা থেকে মধ্যরাতে গ্রেপ্তার করা হয়েছিল বিন ইয়ামীন মোল্লাকে।