কুরবানীর হাটে আসছে এবার কোটি টাকার ‘যুবরাজ’
এবারের ঈদ উপলক্ষে খামারে দেশি-বিদেশি জাতের প্রায় ১০ কোটি টাকার পশু রয়েছে। কুরবানির পশুর গুণগতমানের বিষয়ে কোনো ছাড় দিচ্ছি না।
প্রথম নিউজ, অনলাইন: কোটি টাকা মূল্যের আমেরিকান ব্রাহমা ‘যুবরাজ’ এখন গাজীপুরের টঙ্গীর তিস্তা গেটের সোহেল র্যাঞ্চ অ্যান্ড অ্যাগ্রো ফার্মে। আসন্ন ঈদুল আজহা সামনে রেখে এখানে প্রস্তুত করা হচ্ছে কুরবানির পশু। শতভাগ নিরাপদ, নির্ভেজাল ও সুস্থ পশুর নিশ্চয়তা দিচ্ছে ফার্মটি। কুরবানির ঈদ সামনে রেখে ক্রেতাদের আকৃষ্ট করতে উন্নত বিশ্বের ক্যাটেল ফার্মের আদলে দেশি-বিদেশি উন্নত জাতের আমেরিকান, ইন্দো-ব্রাজিল ও থাই ব্রাহমা-যুবরাজ, রোনাল্ডো, প্রিন্সেস ডায়না, দৌলত, সহরাত, ভুটানি বক্সারগাই, বুট্টিগরু, মীর কাদিমের হাসা গরু, থাইল্যান্ডের এলভিনো মহিষ, জাফরাবাদী মুররা মহিষ, রেড ও ব্ল্যাক শাহিওয়াল, তুরস্কের দুম্বা, ছাগল, ভেড়াসহ অসংখ্য পশু তুলেছেন।
বিভিন্ন এলাকার মানুষ ওই খামারে কোটি টাকা মূল্যের গরু ‘যুবরাজকে’ দেখতে ভিড় জমান প্রতিনিয়ত। পাশাপাশি বিভিন্ন খামারিও একনজর দেখতে আসেন ফার্মটি।
এ ব্যাপারে সোহেল র্যাঞ্চ অ্যান্ড অ্যঅগ্রো প্লাস লিমিটেড ফার্মের ব্যবস্থাপনা পরিচালক ও ব্যবসায়ী সোহেল আহম্মেদ বলেন, শখের বসেই এ খামারটি করা। বর্তমানে শতভাগ বাণিজ্যিক চিন্তা থেকেই খামারটির স্থায়ী রূপ দেওয়া হয়েছে। এবারের ঈদ উপলক্ষে খামারে দেশি-বিদেশি জাতের প্রায় ১০ কোটি টাকার পশু রয়েছে। কুরবানির পশুর গুণগতমানের বিষয়ে কোনো ছাড় দিচ্ছি না।