কারণ ছাড়াই বাড়ছে প্যারামাউন্ট ইনস্যুরেন্সের দাম
প্রথম নিউজ, ঢাকা : কোনো কারণ ছাড়াই বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট ইনস্যুরেন্স লিমিটেডের শেয়ারের দাম। দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এই দাম বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করেছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এই তথ্য প্রকাশ করেছে ডিএসই।
ডিএসইর তথ্য মতে, ৩১ আগস্ট শেয়ারটির দাম ছিল ৪১ টাকা ৬০ পয়সা। সেখান থেকে ১২ কর্মদিবসে ১৯ টাকা ১০ পয়সা বেড়ে আজ মঙ্গলবার লেনদেন হয়েছে ৬০ টাকা ৭০ পয়সায়। এই অস্বাভাবিক দাম বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য আছে কিনা জানতে চেয়ে কোম্পানিকে চিঠি দিয়েছিল ডিএসই।
চিঠির উত্তরে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দাম বাড়ছে। ফলে এ কোম্পানির শেয়ারে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
২০০৭ সালে তালিকাভুক্ত কোম্পানিটির ২০২২ সালে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তার আগের বছর কোনো লভ্যাংশ দেয়নি। কিন্তু তার আগের বছর ২০২০ সালে শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।