কারাগারে থাকা সাবেক ছাত্রলীগ সভাপতি মান্নার মনোনয়ন বাতিল
এছাড়া মেয়র পদে সাংবাদিক আসাদুজ্জামানের মনোনয়নপত্র বাতিল হয়।
প্রথম নিউজ, বরিশাল: বরিশাল মহানগর ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি রইজ আহমেদ মান্নার কাউন্সিলর পদে দাখিল করা ২টি মনোনয়ন বাতিল হয়েছে। মান্না বর্তমান মেয়র সাদিক আব্দুল্লাহ’র অনুসারী। বর্তমানে তিনি কারাগারে আছেন। তার পক্ষ হয়ে তার পিতা সাবেক মেম্বার আব্দুল কাদের দুটি মনোনয়ন জমা দিয়েছিলেন।
আজ নির্বাচন কমিশনে মনোনয়ন বাছাইয়ে ত্রুটি পাওয়ায় তার দুটি মনোনয়নই বাতিল হয়। এছাড়া মেয়র পদে সাংবাদিক আসাদুজ্জামানের মনোনয়নপত্র বাতিল হয়।
অপরদিকে আওয়ামী লীগের প্রার্থী খোকন সেরনিয়াবাত, জাপার ইকবাল হোসেন তাপস এবং ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ ফয়জুল হকের মনোনয়ন বৈধ হয়েছে বালে জানা গেছে।