জিটিসিএলের সহকারী ব্যবস্থাপক মিন্টুর সম্পদের হিসাব চেয়েছে দুদক

বৃহস্পতিবার (১৭মে) সংস্থাটির  সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন

জিটিসিএলের সহকারী ব্যবস্থাপক মিন্টুর সম্পদের হিসাব চেয়েছে দুদক

প্রথম নিউজ, ঢাকা : অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় পেট্রোবাংলার সহযোগী প্রতিষ্ঠান গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) কুষ্টিয়া ভেড়ামারার সহকারী ব্যবস্থাপক মীর মোবাশ্বের আলী মিন্টু ও তার স্ত্রী মোছা. রাফিজা সুলতানার বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৭মে) সংস্থাটির  সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের প্রধান কার্যালয় থেকে তাদের স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব চেয়ে আলাদা নোটিশ পাঠানো হয়েছে। 

আলাদা নোটিশে বলা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে দুদকের স্থির বিশ্বাস জন্মেছে যে, আপনি আপনার জ্ঞাত আয়বহির্ভূত স্বনামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ/সম্পত্তির মালিক হয়েছেন। আপনি আপনার নিজ ও আপনার ওপর নির্ভরশীল ব্যক্তির নামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী কমিশনে দাখিল করবেন।

এ আদেশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে সম্পদ বিবরণী দাখিলে ব্যর্থ হলে কিংবা মিথ্যা সম্পদ বিবরণী দাখিল করলে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ৫(২) ধারা অনুযায়ী আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।