কারাগারে ছুরিকাঘাতের শিকার যুক্তরাষ্ট্রের সেই পুলিশ কর্মকর্তা

কারাগারে ছুরিকাঘাতের শিকার যুক্তরাষ্ট্রের সেই পুলিশ কর্মকর্তা

প্রথম নিউজ, ডেস্ক :  যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ নাগরিক জর্ড ফ্লয়েডের হত্যাকারী পুলিশ সদস্য ডেরেক চৌভিন কারাগারের ভেতর ছুরিকাঘাতের শিকার হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অ্যারিজোনা কারাগারের ভেতর শুক্রবার (২৪ নভেম্বর) এ ঘটনা ঘটেছে।

বার্তাসংস্থা এপিকে একটি সূত্র জানিয়েছে, ডেরেক চৌভিন অপর এক বন্দির ছুরি হামলায় গুরুতর আহত হয়েছেন।

দুটি সূত্রের বরাতে প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসও জানিয়েছে, চৌভিন কারাগারে হামলার শিকার হয়েছেন।

২০২০ সালে ২০ ডলারের একটি নকল নোট নিয়ে জর্জ ফ্লয়েডকে আটক করেন চৌভিন ও তার কয়েকজন সহকর্মী। আটকের পর ফ্লয়েডের গলার ওপর দীর্ঘ ৯ মিনিট নিজের হাঁটু দিয়ে চেপে ধরে রেখেছিলেন চৌভিন। এতে ঘটনাস্থলেই শ্বাস বন্ধ হয়ে ফ্লয়েড মারা যান।

এ ঘটনার পর বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের পুলিশের বর্ণবাদ ও নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন ও বিক্ষোভ শুরু হয়। এরপর চৌভিনসহ তার বাকি সহকর্মীদের গ্রেপ্তার করা হয়।

মানব হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০২২ সালে চৌভিনকে ২২ বছরের কারাদণ্ড দেন আদালত। বর্তমানে সেই দণ্ড ভোগ করছেন তিনি।

কয়েকদিন আগে চৌভিন আদালতে তার দণ্ডের বিরুদ্ধে আপিল করেন। এতে তিনি অভিযোগ করেন, তিনি ন্যায় বিচার পাননি। তবে তার সেই আপিল প্রত্যাখ্যান করা হয়। এরপরই ছুরিকাঘাতের শিকার হলেন তিনি।

যে বন্দির দ্বারা চৌভিন হামলার শিকার হয়েছেন তার নাম প্রকাশ করা হয়নি। ছুরি হামলায় গুরুতর আহত হলেও চৌভিন বেঁচে গেছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।