কারিগরি উন্নয়নের জন্য বন্ধ থাকবে ইউসিবি ও এমটিবি ব্যাংকের সেবা

কারিগরি উন্নয়নের জন্য বন্ধ থাকবে ইউসিবি ও এমটিবি ব্যাংকের সেবা

প্রথম নিউজ, ঢাকা : ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) কা‌রিগ‌রি উন্নয়‌নের জন্য ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ৪ ঘণ্টা ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডে (এমটিবি) ২ ঘণ্টা পর্যন্ত সব ধরনের কার্ড সেবা, এটিএম বুথসহ ই-ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

মঙ্গলবার (১১ জুলাই) ব্যাংক দুইটির পক্ষ থেকে গ্রাহক‌দের এ তথ্য জা‌নানো হয়।


গ্রাহকদের ইউসিবি ও এমটিবি জানায়, কা‌রিগ‌রি উন্নয়‌নে জরুরি কার্যক্রম পরিচালনার জন্য মঙ্গলবার (১১ জুলাই) দিবাগত রাত ২টা থেকে ভোর ৬টা পর্যন্ত ইউসিবির ও রাত ১১টা ১৫ মিনিট থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত এমটিবির সব ধরনের কার্ড সেবা, এটিএম বুথ, সিআরএম, পিওএস ও ই-কমার্স, পেমেন্ট ও ফান্ড ট্রান্সফার বন্ধ থাকবে। তবে ব্যাংকের অভ্যন্তরীণ সব সেবা চলমান থাকবে।