ক্যাটরিনা আড়ালে কেন?

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক : ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল বলিউডের অন্যতম চর্চিত জুটি। ২০২১ সালের ৯ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েন তারা। বিয়ের দুই বছর হতে চলল, একে অপরের হাত ধরে বেশ কাটছে জীবন। তবে বিয়ের পর থেকে গণমাধ্যমের মুখোমুখি হওয়া কমিয়ে দিয়েছেন ক্যাটরিনা। হঠাৎ কেন এ সিদ্ধান্ত? প্রকাশ্যে এলো আসল কারণ।
২০১৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘টাইগার’ ফিল্ম সিরিজের দ্বিতীয় ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’। এবার মুক্তি পেতে চলেছে ‘টাইগার-৩’। এ ছবির আগে সংবাদমাধ্যমের সামনে খুব বেশি আসতে চাইছেন না অভিনেত্রী। তাই এ লুকিয়ে থাকাটা অভিনেত্রীর সচেতন সিদ্ধান্ত।
সম্প্রতি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির প্রিমিয়ারে স্বামী ভিকিকে নিয়ে উপস্থিত হন। তবে অল্প সময়ের জন্যই ছিলেন। বরাবর নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন ক্যাটরিনা।