কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

 কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

প্রথম নিউজ, কুমিল্লা : কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আল-আমিন (২৮) নামের এক যুবক আহত হয়েছেন।

বুধবার (১০ জুলাই) রাতে পৌনে ১১টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেঁতাভূমি সীমান্ত পিলার ২০৬১/১ এস এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আল-আমিন উপজেলার উত্তর তেঁতাভূমি (আনন্দপুর) গ্রামের ওহিদ মিয়ার ছেলে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতিক উল্লাহ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, রাতে আল-আমিন সীমান্তবর্তী তেঁতাভূমি এলাকায় ২০৬১/১ এস নম্বর পিলারের কাছে গেলে বিএসএফের গুলিতে আহত হন। শুনেছি তার শরীরে একাধিক গুলি লেগেছে। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।