কামরাঙ্গীরচরে স্কুল শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
নয়াগাঁও চৌরাস্তা মিলন মিয়ার বাড়িতে থাকেন। নিহত শিহাব নয়াগাঁও সিকদার স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে স্কুল শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস বুড়িগঙ্গা নদী থেকে শিহাব (১৫) নামে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। তার বাবার নাম জাহাঙ্গীর আলম। তারা নয়াগাঁও চৌরাস্তা মিলন মিয়ার বাড়িতে থাকেন। নিহত শিহাব নয়াগাঁও সিকদার স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
বৃহস্পতিবার দুপুর থেকে ছেলে নিখোঁজ ছিল জানিয়ে ওই শিক্ষার্থীর পিতা জাহাঙ্গীর অভিযোগ করে বলেন, ৪-৫ মাস আগে কয়েক বন্ধুর সঙ্গে আমার ছেলের মারামারি হয়। তাই পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এলাকার সাতজন মিলে আমার ছেলেকে হত্যা করে লাশ বুড়িগঙ্গা নদীতে ফেলে দেয়।
তিনি আরও বলেন, আটজন একসঙ্গে ঘুরতে গিয়ে সাতজন ফেরত এলো; এটা রহস্যজনক। তাছাড়া নিহত শিহাবের গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে বিচার চান জাহাঙ্গীর। বরিশুর নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আবুল কালাম জানান, শিক্ষার্থী নিহতের খবর পেয়ে আমাদের ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ এবং আঘাতের চিহ্ন থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।