কাপাসিয়ায় আলোচনা সভা, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

দুর্নীতি প্রতিরোধ কমিটি কাপাসিয়ার আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও প্রতিযোগিতায় উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে।

কাপাসিয়ায় আলোচনা সভা, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

প্রথম নিউজ, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় সোমবার সততা চর্চায় গণসচেতনতা সৃষ্টি ও শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ বিষয়ে আলোচনা সভা, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি প্রতিরোধ কমিটি কাপাসিয়ার আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও প্রতিযোগিতায় উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
জানা যায়, সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মোট ২০টি দল বিতর্ক প্রতিযোগিতায় এবং প্রায় অর্ধশত শিক্ষার্থী রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীসহ অংশগ্রহণকারী শতাধিক শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সকালে দুর্নীতি প্রতিরোধ কমিটি কাপাসিয়ার ভারপ্রাপ্ত সভাপতি শ্রী চন্দন রক্ষিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খান, সংরক্ষিত ভাইস চেয়ারমেন রওশন আরা সরকার, দুর্নীতি দমন কমিশন গাজীপুরের উপ সহকারী পরিচালক প্রান্তিক সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ মোঃ তাজউদ্দীন, প্রভাষক মোঃ আঃ কাইয়ুম, মোঃ মতিউর রহমান জাকির প্রমুখ।