কাপ্তাইয়ে বিস্ফোরণে বাবা-ছেলে নিহত, গুরুতর আহত মা
ছাড়া এ ঘটনায় ওই পরিবারের গৃহবধূ মোসাম্মৎ সখিনা বেগম (৩৫) নামে একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রথম নিউজ, রাঙামাটি : রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাদশা মিয়া টিলা নামক এলাকায় বিস্ফোরণের একই পরিবারের বাবা ও ছেলে নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় ওই পরিবারের গৃহবধূ মোসাম্মৎ সখিনা বেগম (৩৫) নামে একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। রোববার (৮ জানুয়ারি) সন্ধা ৬টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন মো: ইসমাইল মিয়া (৪৫) ও তার ছেলে মো: রিফাত (০৭)। সকলেই নতুন বাজারের বাদশা মিয়ার টিলার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে ৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বলেন, `কাপ্তাই ইউনিয়নের নতুন বাজার-সংলগ্ন বাদশা মাঝির টিলায় হঠাৎ বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের বাবা ও ছেলে দুইজন সদস্য নিহত হয় এবং বাড়ির গৃহবধূ গুরুতর আহত হয়। তবে বিস্ফোরণটি কোথা থেকে হয়েছে সেটি এখনো নিশ্চিত করা যায়নি।`
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসীম উদ্দীন। তিনি জানান, `ঠিক কেনো বা কিসের মাধ্যম থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে সেনাবাহিনীর একটি বিস্ফোরক টিম আসছে, তারা আসার পর পরীক্ষা করে বিস্তারিত বলা যাবে বলে তিনি জানান।`
এ বিষয়ে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে কিছু বিস্ফোরক দ্রব্যের ক্লিপ খুঁজে পেয়েছেন। এতে ধারণা করা হচ্ছে, ঘটনায় নিহত লোকটি নৌকা নিয়ে সেনাবাহিনীর অস্ত্র মহড়া চলে এমন জায়গাতে গিয়েছিলেন। এবং ওখান থেকে লোহা ভেবে এগুলো কুড়িয়ে এনেছিলেন। যেগুলো আজকে বিস্ফোরিত হয়েছে। সেখানে কিছু ওই লোহার অংশ পাওয়া গেছে। এছাড়া ঘটনাস্থলে ফায়ার ব্রিগেডের তদন্ত টিম আসবে। তারা আসলে বিস্তারিত বলা যাবে।
কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ওমর ফারুক রনি জানান, এই বিস্ফোরণের ঘটনায় বাবা ও ছেলেকে হাসাপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে। এছাড়া দগ্ধ গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক হওয়াতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews