কদমতলীতে বখাটেদের কিল-ঘুষিতে প্রাণ গেলো বৃদ্ধের 

কদমতলীতে বখাটেদের কিল-ঘুষিতে প্রাণ গেলো বৃদ্ধের 

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর কদমতলী থানার রায়েরবাগে মাদকাসক্ত বখাটেদের কিল-ঘুষিতে আব্দুর রহিম খান (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (২৫ নভেম্বর) দুপুর  ১২টার দিকে এ ঘটনাটি ঘটে।

নিহত বৃদ্ধের ছেলে রাকিবুল ইসলাম বলেন, রায়েরবাগ মেরাজনগর সি ব্লকে আমাদের নিজস্ব বাড়ি। প্রতিদিন বাসার সামনে ফাঁকা মাঠে এলাকার কিছু যুবক আড্ডা দেয় এবং মাদক সেবন করে। আজ কয়েকজন যুবক বাসার সামনে আড্ডা দিচ্ছিল এবং চিৎকার-চেঁচামেচি করছিল। এক পর্যায়ে তাদের ক্রিকেট খেলার একটি বল আমাদের ঘরের জানালায় এসে লাগে। তখন আমি তাদের অন্য কোথাও খেলতে বলি এবং চেঁচামেচি করতে নিষেধ করি। এরপর পর তারা ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করতে থাকে।

তিনি আরও বলেন, এ সময় আমার বৃদ্ধ বাবা বাসা থেকে বের হয়ে তাদের বাধা দিলে আব্দুল্লাহ, ইলিয়াছ, সিয়াম নামে তিনজন তার বুকে কিল-ঘুষি মারে এবং ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে আমার বাবা অচেতন হয়ে পড়লে দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমার বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।