কাঠ দিয়ে পিটিয়ে বাবাকে মারল সাবেক ইউপি সদস্য
পাঁচবিবিতে পারিবারিক কলহের জেরে খাটের বাটাম দিয়ে পিটিয়ে ছেলে মারল বাবাকে
প্রথম নিউজ, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবিতে পারিবারিক কলহের জেরে খাটের বাটাম দিয়ে পিটিয়ে বাবা আব্দুল কাদেরকে হত্যার অভিযোগ উঠেছে সাবেক ইউনিয়ন পরিষদ সদস্যের বিরুদ্ধে।
রোববার সকালে উপজেলা বরণ গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ছেলে আটাপুর ইউপির সাবেক সদস্য সুলতান মাহমুদকে আটক করেছে। নিহত আ. কাদের দেওয়ান (৭০) উপজেলার বরণ গ্রামের বাসিন্দা।
পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান, রোববার সকালে আ. কাদেরের সঙ্গে তার ছেলের পারিবারিক ঝগড়া হয়। বাকবিতণ্ডার একপর্যায় ছেলে খাটের বাটাম দিয়ে বাবার মাথায় সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই কাদের মারা যান।
সুলতানের স্ত্রী বলেন, প্রায় সে নানা অজুহাতে আমাদের মারধর করত।
সুলতানের মেয়ে আরও বলেন, আগে বাবা প্রচুর নেশা করত।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পাঁচবিবি থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews