ওয়েবে ঝুঁকছেন নাটকের শীর্ষ তারকারা

গত কয়েক বছর ধরেই একই ধারার নাটক নির্মাণ হচ্ছে তুলনামূলক বেশি। যেখানে ভিন্নতা খুবই কম লক্ষ্য করা গেছে।

ওয়েবে ঝুঁকছেন নাটকের শীর্ষ তারকারা
ওয়েবে ঝুঁকছেন নাটকের শীর্ষ তারকারা

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: গতানুগতিক গল্প, কাছাকাছি চরিত্র, একই লোকেশনসহ নানা কারণে নাটক থেকে সরে আসছেন শীর্ষ তারকারা। গত কয়েক বছর ধরেই একই ধারার নাটক নির্মাণ হচ্ছে তুলনামূলক বেশি। যেখানে ভিন্নতা খুবই কম লক্ষ্য করা গেছে। এই সময়ে জনপ্রিয় তারকাদের একটি নাটক ভালো চলার পর সেই একই ধরনের নাটকই তাদের দিয়ে করানো হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানের তরফ থেকে। যার কারণে দর্শকও বিরক্ত একই তারকার একই ধরনের চরিত্র দেখতে দেখতে। আর এসব কারণেই নাটকের শীর্ষ তারকারা এ জায়গাটি থেকে সরে যাচ্ছেন, ঝুঁকছেন ওয়েবে। গত কয়েক বছরে নাটকে সবচাইতে বেশি ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন আফরান নিশো।

কিন্তু শেষের দিকে একই ধরনের চরিত্রে বার বার দর্শক দেখেছে এ ভার্সেটাইল অভিনেতাকে। বিষয়টি নিজেও অনুধাবন করতে পেরেছেন। আর এ কারণেই গত বছরের শেষদিক থেকেই নাটকের কাজ তিনি আর করছেন না বললেই চলে। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: