ওয়ারীতে অগ্নিকাণ্ড : দগ্ধ আরও একজনের মৃত্যু

ওয়ারীতে অগ্নিকাণ্ড : দগ্ধ আরও একজনের মৃত্যু

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর ওয়ারীর টিপু সুলতান রোডে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আনোয়ার হোসেন (২১) মারা গেছেন।

মঙ্গলবার(২০ জুন) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


নিহতের বাড়ি নেত্রকোণা জেলার কলমাকান্দা থানার রামপুর গ্রামে। সে এই এলাকার নুরুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো. তরিকুল ইসলাম।

তিনি ঢাকা পোস্টকে বলেন, ওয়ারী থেকে দগ্ধ অবস্থায় আমাদের এখানে পাঁচজন এসেছিল। এদের মধ্যে দগ্ধ আনোয়ার হোসেন চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে ১৩ দিন থাকার পর আজ সকাল ১১ টার দিকে মারা গেছেন। তার শরীরের ২২ শতাংশ দগ্ধ হয়েছিল।


এর আগে এই ঘটনায় সোহেল নামে আরও একজনের মৃত্যু হয় বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ৭ জুন রাজধানীর ওয়ারী থেকে দগ্ধ অবস্থায় মো. সুমন ওরফে হেলাল (৪০),আব্দুর রশিদ (৬৫), মো. মামুন (৫০), মো. সোহেল (৩৫) ও মো. আনোয়ার হোসেনকে (২১) হাসপাতালে ভর্তি করা হয়।