এবার লেখকের ভূমিকায় অঞ্জন দত্ত
প্রথম নিউজ, ডেস্ক : গায়ক, অভিনেতা ও পরিচালক হিসেবে আগেই খ্যাতি অর্জন করেছেন অঞ্জন দত্ত। এবার তিনি নতুন ভূমিকায়। আগামী কলকাতা বইমেলায় প্রকাশ হতে চলেছে অঞ্জন দত্তের লেখা বই। পাশাপাশি দার্জিলিংয়ের ঐতিহ্য এবং বাঙালিদের প্রভাব নিয়ে সিনেমা তৈরির চিন্তা-ভাবনা করছেন তিনি।
শিলিগুড়িতে ‘৩৯তম উত্তরবঙ্গ বইমেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন অভিনেতা অঞ্জন দত্ত। প্রধান অতিথি হিসেবে তিনি এ বইমেলার উদ্বোধন করেন।
অঞ্জন দত্ত বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে কলকাতা বইমেলায় আমার লেখা বই প্রকাশ হবে। এটি একটি গোয়েন্দা সাহিত্য। মূল চরিত্রে থাকবে সুব্রত শর্মা।’
তিনি বলেন, ‘বই লেখার পাশাপাশি কালিম্পং ও দার্জিলিংয়ে আমার লেখা একটি ওয়েব সিরিজের শুটিং হবে। পাহাড়ে ঘুরতে এসে সমস্যায় পড়া পর্যটকদের কাহিনী এবং থ্রিলার থাকবে এতে।’
শুধু থ্রিলার ওয়েব সিরিজ নয়, আগামীতে দার্জিলিংয়ের ঐতিহ্য এবং বাঙালিদের প্রভাব নিয়েও ওয়েব সিরিজ করার কথা চিন্তা-ভাবনা রয়েছে বলে জানান অঞ্জন দত্ত।
তিনি বলেন, ‘সেখানে কিছুটা গল্প, কিছুটা বাস্তব তুলে ধরা হবে। মহাত্ম গান্ধী থেকে চিত্তরঞ্জন দাস, রবীন্দ্রনাথ ঠাকুর, সিস্টার নিবেদিতা, রাহুল সাংকৃত্যায়ন তাদের সরব উপস্থিতি ফুটিয়ে তোলা হবে। দার্জিলিংয়ে বাঙালিদের প্রভাব নতুন প্রজন্ম ভুলে যাচ্ছে। সেটা আবার স্মরণ করিয়ে দিতে চাই।’
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: