এপিবিএন ফোর্সকে প্রস্তুত রাখার নির্দেশ

গত বৃহস্পতিবার সদরদপ্তরের পাঠানো এক চিঠির বরাত দিয়ে সূত্র জানায়, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত রাখার জন্য এ নির্দেশ দেয়া হয়েছে।

এপিবিএন ফোর্সকে প্রস্তুত রাখার নির্দেশ

প্রথম নিউজ, অনলাইন: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাৎক্ষণিক চাহিদার প্রেক্ষিতে ঢাকার উত্তরা এবং ময়মনসিংহসহ ৫টি ব্যাটালিয়নে কর্মরত এপিবিএন ফোর্সকে প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছে পুলিশ সদরদপ্তর। ২৫শে সেপ্টেম্বর থেকে ২৪শে অক্টোবর পর্যন্ত এসব ফোর্সকে প্রস্তুত রাখার নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার সদরদপ্তরের পাঠানো এক চিঠির বরাত দিয়ে সূত্র জানায়, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত রাখার জন্য এ নির্দেশ দেয়া হয়েছে।

এপিবিএন হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার (প্ল্যানিং ও অপারেশনস) মোহাম্মদ সিহাব কায়সার খান স্বাক্ষরিত এই নির্দেশ এপিবিএনের বিভিন্ন ইউনিটে পাঠানো হয়েছে।