এন্ড্রিকের পেনাল্টি মিসে ব্রাজিলের হার

এন্ড্রিকের পেনাল্টি মিসে ব্রাজিলের হার

প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: রিয়াল মাদ্রিদের ভবিষ্যত যেন ব্রাজিলের হাতেই তুলে দেয়া। ভিনিসিয়ুস জুনিয়র আর রদ্রিগোর পর নতুন দিনের তারকা এন্ড্রিকের দিকেও নজর তাদের। রিয়ালের সঙ্গে এন্ড্রিকের চুক্তিও করা শেষ। ব্রাজিলিয়ান এই ওয়ান্ডারকিডের বয়স ১৮ হলেই চলে যাবেন স্প্যানিশ ক্লাবটিতে। আর সেই এন্ড্রিকই কিনা এবার হতাশ করলেন নিজের দেশকে। অলিম্পিকের বাছাইপর্বে তার মিস করা পেনাল্টির সুবাদেই হারতে হলো ব্রাজিলকে। 

অলিম্পিক বাছাইয়ের উদ্বোধনী ম্যাচে হারের সুবাদে চার দলের অলিম্পিক বাছাইয়ে ব্রাজিল আছে সবার নিচে। এই হারের পর তাদের জন্য অলিম্পিক কোয়ালিফাই করা কিছুটা কঠিনই হয়ে পড়েছে। টানা দুইবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের জন্য সামনের দুই ম্যাচে জয়ের কোনো বিকল্পই নেই। 

ভেনিজুয়েলায় অনুষ্ঠিত অলিম্পিক বাছাইয়ের কনমেবল পর্বে মুখোমুখি হয়েছিল প্যারাগুয়ে এবং ব্রাজিল। গ্রুপ পর্বে এই প্যারাগুয়ে আর্জেন্টিনাকেও রুখে দিয়েছিল। এবার তারা আটকে দিল ব্রাজিলকেও। গ্রুপপর্বে উড়তে থাকা সেলেসাও যুবারা নিজেদের শেষ ম্যাচে হেরেছিল। সেই পরাজয়ের বৃত্ত ভাঙ্গতে পারেনি চূড়ান্ত পর্বে এসেও। 

প্যারাগুয়ের বিপক্ষে বলতে গেলে এদিন পাত্তাই পায়নি র‍্যামন মেনেজেসের শিষ্যরা। ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল প্যারাগুয়ে যুবাদের। পুরো ম্যাচে মাত্র ১টি শটই টার্গেটে রাখতে পেরেছিল ব্রাজিল। বিপরীতে ৬টি অন টার্গেট শট ছিল প্রতিপক্ষ দলের। বল দখলে এগিয়ে থাকলেও ম্যাচে কাজের কাজ করা হয়নি সেলেসাওদের। 

উল্টো ২৮ মিনিটে পেনাল্টি মিস করে দলকে হতাশায় ডুবিয়েছেন বড় তারকা এন্ড্রিক। বিপরীতে প্রথমার্ধের শেষ মিনিটে গোল করে প্যরাগুয়েকে এগিয়ে দেন পেরাল্টা রামিরেজ। শেষ পর্যন্ত এই গোলেই নির্ধারিত হয়েছে ম্যাচের ভাগ্য। 

ব্রাজিলের পরের ম্যাচ ভেনিজুয়েলার বিপক্ষে। দিনের অন্য ম্যাচে আর্জেন্টিনার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা। শেষ ম্যাচ আর্জেন্টিনার বিপক্ষে। টানা দুই হারের পর র‍্যামন মেনেজেস শিষ্যরা কিভাবে ঘুরে দাঁড়ান, সেদিকেই থাকবে নজর।