উপস্থাপনায় অপু বিশ্বাসের অভিষেক

চিত্রনায়িকা অপু বিশ্বাসের সুসময় চলছে এখন

উপস্থাপনায় অপু বিশ্বাসের অভিষেক
উপস্থাপনায় অপু বিশ্বাসের অভিষেক-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : চিত্রনায়িকা অপু বিশ্বাসের সুসময় চলছে এখন। অভিনয়ের পাশাপাশি অন্যান্য অঙ্গনের কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি চিত্রপ্রযোজক হিসাবে আত্মপ্রকাশ করেছেন তিনি। এটির রেশ থাকতেই আরেকটি নতুন অভিজ্ঞতাও নিয়েছেন। প্রথমবার টিভি অনুষ্ঠান উপস্থাপনা করছেন এ নায়িকা। বাংলাদেশ টেলিভিশন দুর্গাপূজা উপলক্ষ্যে একটি বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান নির্মাণ করছে।

এ ম্যাগাজিন অনুষ্ঠানটিই উপস্থাপনা করছেন অপু। আজ বিটিভির নিজস্ব স্টুডিওতে অনুষ্ঠানটির ভিডিও ধারণ হবে। এতে অপুর সঙ্গে আছেন চিত্রনায়ক বাপ্পী। প্রথমবার ম্যাগাজিন আনুষ্ঠান উপস্থাপনা প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘টিভিতে নানা ধরনের অনুষ্ঠানে পারফরম করছি নিয়মিতই। তবে উপস্থাপনা করিনি কখনো। যেহেতু এটি পূজা উপলক্ষ্যে নির্মিত একটি বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান, তাই উপস্থাপনার আগ্রহ তৈরি হয়েছে।

আশা করছি ঠিকঠাক কাজটি করতে পারব।’ এদিকে এ নায়িকা তার প্রযোজনা সংস্থা থেকে সরকারি অনুদান নিয়ে ‘লাল শাড়ি’ নামের একটি সিনেমা তৈরি করছেন। তার অভিনীত এ ছাড়া ‘ঈশা খাঁ’ নামের একটি সিনেমা আগামী মাসে মুক্তি পাবে। করোনাকালীন আরও দুটি সিনেমার কাজ শেষ করেছেন অপু বিশ্বাস। একটির নাম ‘ছায়াবৃক্ষ’। এটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। অন্যটি হলো সোলায়মান আলী লেবুর পরিচালনায় ‘প্রেম প্রীতি বন্ধন’। পূজা উপলক্ষ্যে বিশেষ কিছু অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের কাজও করছেন বলে জানিয়েছেন তিনি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom