উপনির্বাচনে ৯ আসনে একাই লড়বেন ইমরান খান!
প্রথম নিউজ, ডেস্ক : পিটিআইয়ের (পাকিস্তান তেহরিক-ই ইনসাফ) পক্ষ থেকে শুক্রবার ঘোষণা করা হয়েছে, উপনির্বাচনে ৯ আসনে একাই লড়বেন ইমরান খান!
এক প্রার্থী কত সংখ্যক আসনে লড়বেন, এ নিয়ে কোনও আইনি বিধিনিষেধ নেই পাকিস্তানে। খবর দ্যা ডনের।
তবে, নির্বাচনের পর শুধু মাত্র একটি আসনই দখলে রাখতে পারবেন কোনও নির্বাচিত জনপ্রতিনিধি। এ ক্ষেত্রে যদি একের বেশি আসনে জেতেন ইমরান, তা হলে বাকি আসনগুলিতে আবারও নির্বাচন করতে হবে। আগামী ৬০ দিনের মধ্যে বাকি আসনে নির্বাচন করতে হবে কমিশনকে।
পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরি জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইসলামাবাদে সভা করবেন তারা।
অ্যাসেম্বলি ভেঙে নতুন করে নির্বাচনের জন্য সরকারকে সময় বেঁধে দেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন তিনি।
অনাস্থা ভোটে ইমরানের পরাজয়ের পর গত ১১ এপ্রিল কমপক্ষে ১২৩ জন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইস্তফা দেন।
গত ২৮ জুলাই তাদের মধ্যে ১১ জনের ইস্তফা গ্রহণ করেন স্পিকার। ওই ১১ আসনের মধ্যে দু’টি আসনে দুই জনপ্রতিনিধি ইতিমধ্যেই নির্বাচিত হয়েছেন।
তাই বাকি ৯ আসনে নির্বাচন ঘোষণা করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন। আগামী ২৫ সেপ্টেম্বর ওই ৯ আসনে উপনির্বাচন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews