উত্তর রাখাইন থেকে সৈন্য প্রত্যাহার করে নিচ্ছে মিয়ানমারের জান্তা সরকার
মিয়ানমারের সর্বপশ্চিমের এই রাজ্য হারাতে চলেছে বুঝতে পেরে তারা এমন পদক্ষেপ নিচ্ছে।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যের উত্তরাঞ্চল থেকে সৈন্য প্রত্যাহার করে নিচ্ছে মিয়ানমারের জান্তা সরকার। একই সঙ্গে রাজ্যের দক্ষিণাঞ্চলে বেসামরিক জনগণের ওপর হামলা জোরদার করছে তারা। মিয়ানমারের সর্বপশ্চিমের এই রাজ্য হারাতে চলেছে বুঝতে পেরে তারা এমন পদক্ষেপ নিচ্ছে। মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এমন দাবি করেছে। রোববার রাখাইনের মিয়েবন শহরে দুটি তল্লাশিচৌকি থেকে সেনাদের হেলিকপ্টারে করে নিয়ে যাওয়ার পর আরাকান আর্মি এ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। বিবৃতির বরাতে ইরাবতির রিপোর্টে বলা হয়, নিরাপত্তার জন্য উত্তর থেকে দক্ষিণ রাখাইনে সৈন্য সরিয়ে নিচ্ছে জান্তা সরকার।
আরাকান আর্মির বিবৃতিতে বলা হয়, জান্তার সৈন্য বাহিনী মনে করে এই পরিস্থিতিতে প্রতিরোধ করতে গেলে তাদের চূড়ান্ত পরাজিত বরণ করতে হবে। ফলে যেসব শহর বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে গেছে বা দখলে নেয়ার টার্গেট করেছে সেগুলোর তল্লাশিচৌকি ও ঘাঁটি পুড়িয়ে দিয়ে তারা সেনা প্রত্যাহার করে নিচ্ছে। আরাকান আর্মির দাবি, জান্তা সেনারা রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে মিয়েবন শহরের ৪০২ ও ৪০৮ তল্লাশিচৌকির ভেতরে তাঁদের মজুত অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস করেন। তল্লাশিচৌকির যেসব অস্ত্র সঙ্গে নিয়ে যাওয়া সম্ভব, তারা সেগুলো নিয়ে গেছে।