উইলিয়ামসন-ব্রাভোকে ছেড়ে দিলো চেন্নাই-হায়দরাবাদ

আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ২০২৩ সালের আইপিএল নিলাম

উইলিয়ামসন-ব্রাভোকে ছেড়ে দিলো চেন্নাই-হায়দরাবাদ
উইলিয়ামসন-ব্রাভোকে ছেড়ে দিলো চেন্নাই-হায়দরাবাদ-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ২০২৩ সালের আইপিএল নিলাম। গতকাল ছিল খলোয়াড় ধরে রাখার শেষ দিন। অনেক পুরোনো খেলোয়াড়কেই এবার ছেড়ে দিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। সানরাইজার্স হায়দরাবাদ তো তাদের অধিনায়ক কেইন উইলিয়ামসনকেই ছেড়ে দিয়েছে। এছাড়া চেন্নাই সুপার কিংস ছেড়েছে ডোয়াইন ব্রাভোকে। 

আইপিএল থেকে অবসর নিয়েছেন কাইরন পোলার্ড। দলও ছেড়েছে অনেক ক্রিকেটারকে, তালিকায় আছেন ড্যানিয়াল স্যামস, বাসিল থাম্পি, ফ্যাবিয়ান অ্যালেনের মতো ক্রিকেটারদের। চেন্নাই ব্রাভোকে ছেড়ে দিলেও রিটেইন করেছে আম্বাতি রায়ডু, রবীন্দ্র জাদেজা, মঈন আলি, মিচেল স্যান্টনার, ডেভন কনওয়েকে।পাঞ্জাব কিংস ছেড়ে দিয়েছে তাদের গতবারের অধিনায়ক মায়াঙ্ক আগরওয়ালকে। তবে ধরে রেখেছে লিয়াম লিভিংস্টোন, কাগিসো রাবাদা, জনি বেয়ারস্টোকে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ছেড়েছে জেসন বেহেরনডর্ফকে। অজি এ পেসার যোগ দিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সে।

সাকিব আল হাসানের প্রথম ফ্র্যাঞ্চাইজি কোলকাতা নাইট রাইডার্স ছেড়েছে এক ঝাঁক তারকাকে। প্যাট কামিন্স, অ্যালেক্স হেলস, স্যাম বিলিংসের সাথে সে তালিকায় আছেন অ্যারন ফিঞ্চ, মোহম্মদ নবি, আজিঙ্ক রাহানে, শেল্ডন জ্যাকসনও। তবে অভিজ্ঞ ক্রিকেটার আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, টিম সাউদিকে ধরে রেখেছে কোলকাতার দলটি। নতুন খেলোয়াড় হিসেবে ফ্র্যাঞ্চাইজিটিতে যুক্ত হয়েছেন রহমানউল্লাহ গুরবাজ, লুকি ফার্গুসন ও শার্দুল ঠাকুর।

গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ছেড়ে দিয়েছে বরুণ অ্যারণ, গুরকিরাত সিংকে। শার্দুল ছাড়াও দিল্লি ক্যাপিটালস ছেড়েছে টিম শেইফার্ট ও শ্রীকর ভরতকে। তবে ধরে রেখেছে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে। এছাড়া এনরিক নরকিয়া, লুঙ্গি এনগিডি, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শের মতো তারকাদেরও রিটেইন করেছে রিশভ পান্টের দল। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom