ঈদের পর প্রথম অফিস আজ: চলতি সপ্তাহে কাটবে না ছুটির আমেজ

চলতি সপ্তাহে অফিস-আদালতে ঈদের আমেজ কাটবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনেকেই ঈদের ছুটির সঙ্গে বাড়তি ছুটি নিয়েছেন। ফলে আগামী রোববারের আগে অফিস-আদালতে স্বাভাবিক অবস্থা ফেরার সম্ভাবনা কম।

ঈদের পর প্রথম অফিস আজ: চলতি সপ্তাহে কাটবে না ছুটির আমেজ

প্রথম নিউজ, ঢাকা : পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ মঙ্গলবার (১২ জুলাই) অফিস খুলছে। তবে খুললেও চলতি সপ্তাহে অফিস-আদালতে ঈদের আমেজ কাটবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনেকেই ঈদের ছুটির সঙ্গে বাড়তি ছুটি নিয়েছেন। ফলে আগামী রোববারের আগে অফিস-আদালতে স্বাভাবিক অবস্থা ফেরার সম্ভাবনা কম।

সোমবার (১১ জুলাই) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনের ছুটি শেষ হয়েছে। মঙ্গলবার থেকে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার খুলবে।

রোববার (১০ জুলাই) সারাদেশে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষে ৯, ১০ ও ১১ জুলাই (শনিবার, রোববার ও সোমবার) সরকারি সাধারণ ছুটি। ঈদের ছুটির আগে দিন ছিল শুক্রবার সাপ্তাহিক ছুটি।

এর আগে গত বৃহস্পতিবার ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। সেই হিসেবে টানা চার দিন ঈদের ছুটি শেষে আজ অফিস খুলছে। যদিও সপ্তাহের শুরুতে ঈদ হওয়ায় পুরো সপ্তাহই ছুটির আমেজে কাটার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।