ইসরাইলের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় সম্মত তুরস্ক
ইসরাইলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে একমত হয়েছে তুরস্ক
প্রথম নিউজ, ডেস্ক : ইসরাইলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে একমত হয়েছে তুরস্ক।
বুধবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসোগলু ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ এক যৌথ সংবাদ সম্মেলনে এমন কথা জানান।
গত ১৫ বছরের মধ্যে প্রথমবারের মতো তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল সফর করেছেন। সংবাদ সম্মেলনে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তুরস্ক ও ইসরাইলের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয়েছে। তা ছাড়া ইসরাইল তুরস্কের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে চায়।
অন্যদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সম্মত হয়েছি দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যে থাকা বিভিন্ন ক্ষেত্রে নতুন সমন্বয় আনব এবং এখন থেকে বিভিন্ন প্রক্রিয়া প্রতিষ্ঠা করব।
তিনি বলেন, গত বছর তুরস্ক-ইসরাইল ৮ বিলিয়ন ডলারের বাণিজ্যিক লেনদেন করেছে।
প্রসঙ্গত, ২০১৮ সালে ফিলিস্তিনিদের ওপর হামলা ও নিপীড়ন চালানোর পরিপ্রেক্ষিতে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে তুরস্ক। এবার সেই সম্পর্ক আবারও জোড়া লাগল এই সফরের মাধ্যমে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews