ইমরান খানের গ্রেফতারি পরোয়ানা স্থগিত করল ইসলামাবাদ হাইকোর্ট
ইমরান খানের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেয়।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ইসলামাবাদ হাইকোর্ট পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খানকে গ্রেফতার না করার নির্দেশ দিয়েছে। ইমরান খানের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেয়। আবেদনে ইমরান খান বলেন, আগামীকাল আমি নিজেই ইসলামাবাদ দায়রা জজ আদলতে উপস্থিত হব। তবে এর জন্য গ্রেফতারের নির্দেশ প্রত্যাহার করতে হবে। এ সময় তিনি ইসলামাবাদ হাইকোর্টকে আজই আবেদনের শুনানির জন্য অনুরোধ জানান। সূত্র : জিও নিউজ ও ডন
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: