ইবির পাঁচ শিক্ষার্থী বহিষ্কার বিধিসম্মত হয়নি : হাইকোর্ট
আজ বুধবার (১৯ জুলাই) বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ এ মন্তব্য করেন।
প্রথম নিউজ, ঢাকা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রী নির্যাতনের ঘটনায় পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করা বিধিসম্মত হয়নি বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। আজ বুধবার (১৯ জুলাই) বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ এ মন্তব্য করেন। এ সংক্রান্ত পরবর্তী আদেশের জন্য ২৬ জুলাই (বুধবার) দিন ধার্য করেছেন আদালত।
এর আগে হাইকোর্টের নির্দেশের পর গত ৬ মার্চ অভিযুক্ত পাঁচ ছাত্রীকে সাময়িক বহিষ্কার করা হয়। এরপর কেন তাদের স্থায়ী বহিষ্কার করা হবে না মর্মে সাত কার্যদিবসের মধ্যে লিখিত কারণ দর্শানোর নোটিশ দেয় কর্তৃপক্ষ।
বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলো- পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সানজিদা চৌধুরী ওরফে অন্তরা (সেশন ২০১৭-১৮), চারুকলা বিভাগের হালিমা আক্তার উর্মি (সেশন ২০২০-২১), আইন বিভাগের ইসরাত জাহান মিম (সেশন: ২০২০-২১), ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম (সেশন ২০২০-২১) ও একই বিভাগের একই সেশনের মুয়াবিয়া জাহান। এর মধ্যে সানজিদা চৌধুরী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। বাকিরা ছাত্রলীগের কর্মী।
প্রসঙ্গত, দেশরত্ন শেখ হাসিনা হলে গত ১১ ও ১২ ফেব্রুয়ারি দুই দফায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রীকে রাতভর র্যাগিং, শারীরিকভাবে নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করার অভিযোগ ওঠে। অভিযোগের প্রেক্ষিতে হল তদন্ত কমিটি, বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি ও হাইকোর্টের নির্দেশে বিচার বিভাগীয় তদন্ত কমিটি ঘটনার সত্যতা পায়। পাশাপাশি নির্যাতনের প্রমাণ মেলে ছাত্রলীগ কর্তৃক গঠিত তদন্ত কমিটিতেও। এর প্রেক্ষিতে ইবি শাখা ছাত্রলীগ সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, কর্মী তাবাসসুম ইসলাম, মোয়াবিয়া জাহান, হালিমা খাতুন ঊর্মি, ও ইশরাত জাহান মীমকে বহিষ্কার করে ছাত্রলীগ।