ইউনিয়ন পর্যায়ে বিএনপি-আ’লীগের কর্মসূচি আজ
বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো এবং যুগপৎ আন্দোলনের ১০ দফা দাবিতে ইউনিয়নে গণপদযাত্রা করবে বিএনপি।
প্রথম নিউজ, অনলাইন : আজ সারা দেশে ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ-বিএনপি। বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো এবং যুগপৎ আন্দোলনের ১০ দফা দাবিতে ইউনিয়নে গণপদযাত্রা করবে বিএনপি। দলটির বিভিন্ন সংগঠনের কেন্দ্রীয়, মহানগর, জেলা-উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মী-সমর্থকরা এই পদযাত্রায় অংশ নিবেন। সরকারবিরোধী দল ও জোটগুলো যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করবে। অন্যদিকে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। দলটির নেতারা দাবি করেছেন-আগামী নির্বাচনকে সামনে রেখে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবেই শান্তি সমাবেশ করবেন তারা। একইদিনে দেশের বৃহত্তম দুটি দলের কর্মসূচি ঘিরে জনমনে নানা আশঙ্কা দেখা দিয়েছে। পাল্টাপাল্টি কর্মসূচি ও শোডাউন ঘিরে তৃণমূলে সংঘাতের আশঙ্কা করছেন অনেকে। বিএনপি নেতাদের অভিযোগ, তাদের কর্মসূচি পূর্বঘোষিত। বিএনপি’র কর্মসূচিকে বানচাল করতে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়েছে।
নেতাকর্মীরা পদযাত্রায় যেন অংশ নিতে না পারে সেজন্য পুলিশি অভিযান চালানো হচ্ছে। বিভিন্ন স্থানে বিএনপি’র নেতাকর্মী গ্রেপ্তার ও পদযাত্রায় অংশ না নিতে হুমকি-ধমকি দেয়ার অভিযোগ করেন শীর্ষ নেতারা। এর আগে জেলা, ও বিভাগীয় পর্যায়ে যুগপৎ কর্মসূচি পালন করে বিএনপি ও সমমনা দলগুলো। সেসব কর্মসূচির বিপরীতে আওয়ামী লীগও পাল্টা কর্মসূচি দিয়ে সরব ছিল। এবার বিএনপি ইউনিয়ন পর্যায়ে যুগপৎ আন্দোলনের ঘোষণা দিলে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এটি বিএনপি’র কর্মসূচির পাল্টা কোনো কর্মসূচি নয়। নিয়মিত কর্মসূচির অংশ হিসেবেই এই কর্মসূচি দেয়া হয়েছে। গত ৪ঠা ফেব্রুয়ারি রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র বিভাগীয় সমাবেশ থেকে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর পরেই আওয়ামী লীগ একইদিনে ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: