ইউক্রেনে রাশিয়ার স্থল অভিযান শুরু, নতুন রণক্ষেত্র খারকিভ
গতকাল শুক্রবার আকস্মিক এ অভিযান শুরু করে রাশিয়া।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: রাশিয়া এবার নতুন রণক্ষেত্র ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভকে বেছে নিয়েছে। রুশ সশস্ত্র বাহিনী খারকিভে সাঁজোয়া বহরের সহায়তায় ব্যাপক স্থল অভিযান শুরু করেছে। গতকাল শুক্রবার আকস্মিক এ অভিযান শুরু করে রাশিয়া। এর আগেও রাশিয়া ইউক্রেনে উত্তর-পূর্বাঞ্চলীয় শহরটিতে অভিযান চালিয়েছিল। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এতদিন রাশিয়া ইউক্রেনের দক্ষিণ ও পূর্ব দিকের অঞ্চলগুলোতে অভিযান চালালেও খারকিভে স্থল অভিযান শুরুর মধ্য দিয়ে উত্তর-পূর্বাঞ্চলেও অভিযান চালানো শুরু করল আবারও। এরই মধ্যে রুশ বাহিনী খারকিভ শহরের দিকে বেশ খানিকটা এগিয়েও গেছে।
গতকাল সন্ধ্যায় যুদ্ধক্ষেত্রের নিয়মিত আপডেটে ইউক্রেনের জেনারেল স্টাফ প্রথমবারের মতো বলেছে যে, রাশিয়া সুমি ও চেরনিহিভের কাছাকাছি ইউক্রেনীয় অঞ্চলের কাছে খারকিভ শহরের উত্তরে সেনা সমাবেশ করেছিল। রুশসেনারা ভোর ৫টার দিকে সাঁজোয়া বহর নিয়ে হামলা শুরু করেন।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা খারকিভে রুশ বাহিনীকে মোকাবিলার জন্য অতিরিক্ত সেনা পাঠিয়েছে। তারা আরও জানিয়েছে, রুশ বাহিনী খারকিভের সীমান্তবর্তী শহর ভভচানস্কে ব্যাপক গোলা ও বোমা হামলা চালিয়েছে। অবশ্য ইউক্রেন মাসখানেক আগেই এ অঞ্চলে রাশিয়া সেনা সমাবেশ করছে বলে জানিয়েছিল।
এদিকে এই আক্রমণের বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কিয়েভে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘রাশিয়া এদিকে পাল্টা আক্রমণাত্মকের একটি নতুন ঢেউ শুরু করেছে। বর্তমানে সেখানে ভয়ংকর যুদ্ধ চলছে।’
জেলেনস্কি বলেন, তার শীর্ষ কমান্ডার ওলেকজান্দার সিরস্কি তাকে রিপোর্ট করেছেন যে, রাশিয়ার সঙ্গে ১৬০০ কিলোমিটার দীর্ঘ রণক্ষেত্রে তীব্র লড়াই চলছে।
উল্লেখ্য, রাশিয়ার ইউক্রেন আক্রমণের দুই বছর পেরিয়ে গেলেও রাশিয়া এখনো পূর্ণ শক্তি ধরে রেখেছে। বিপরীতে ইউক্রেন জনশক্তি গোলা ও আকাশ প্রতিরক্ষার মজুতের ঘাটতির মুখে পড়েছে।