আসামে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা
প্রথম নিউজ, ডেস্ক : ভারতের আসামে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাহিনীটি জানায়, হত্যার পর কিশোরীর দেহ নদীতে ফেলে দেওয়া হয়েছিল। অভিযুক্ত অটোরিকশা চালক দায় স্বীকার করেছে বলেও দাবি করেছে পুলিশ। ঘটনাটি গুয়াহাটির কামরুপ জেলায় ঘটে।
পুলিশ সূত্র জানায়, কিশোরী অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। গত সোমবার সে তার ফোন রিচার্জ করতে বেরিয়েছিল। তারপর সে আর বাড়ি ফিরে আসেনি। সোনাপুরের দিগারু নদীতে শুক্রবার তার মরদেহ পাওয়া যায়।
এদিকে এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়ছে স্থানীয় বাসিন্দারা। তারা সোনাপুর থানার সামনে বিক্ষোভ করে অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে।
পুলিশ বলছে, অভিযুক্ত অটোরিকশা চালককে গ্রেফতার করেছে। তিনি অপরাধ স্বীকার করেছেন। ঘটনার আরও তদন্ত চলছে।