আশুলিয়ায় নারী শ্রমিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

ঢাকার আশুলিয়ায় প্রকাশ্যে কুপিয়ে কুইন্স খাতুন (৩৯) নামে এক পোশাক শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে সাবেক স্বামীর বিরুদ্ধে

আশুলিয়ায় নারী শ্রমিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

প্রথম নিউজ, ঢাকা : ঢাকার আশুলিয়ায় প্রকাশ্যে কুপিয়ে কুইন্স খাতুন (৩৯) নামে এক পোশাক শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে সাবেক স্বামীর বিরুদ্ধে।

বুধবার (১৯ এপ্রিল) সকালে আশুলিয়ার জামগড়ায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত কুইন্স খাতুন নওগাঁ সদর উপজেলার ফতেপু গ্রামের কুদ্দুস মিয়ার মেয়ে। তিনি আশুলিয়ার এনভয় কারখানার পোশাক শ্রমিক ছিলেন।


পুলিশ জানায়, নিহত কুইন্সের সঙ্গে আজাদ নামে এক ব্যক্তি বিয়ে হয়। আজাদ নেশাগ্রস্ত হওয়ায় পারিবারিক কলহের জের ধরে এক বছর আগে তাদের বিচ্ছেদ ঘটে। সেই থেকে কুইন্সকে পথে ঘাটে বিরক্ত করতেন আজাদ। বুধবার সকালে প্রকাশ্যে সড়কে কুপিয়ে তাকে হত্যা করেন আজাদ।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নোমান সিদ্দিকী জাগো নিউজকে বলেন, নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে।