বিএনপি নেতা সাহাজাদার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

বিএনপি নেতা সাহাজাদার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

প্রথম নিউজ, ঢাকা : পটুয়াখালীর জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক এবং বাউফল উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সিনিয়র সহ-সভাপতি সাহাজাদা মিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাতে এক শোক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।


এর আগে এদিন ভোরে বাউফল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাহাজাদা মিয়া। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

শোক বার্তায় মির্জা ফখরুল বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে অনুপ্রাণিত মরহুম সাহাজাদা মিয়া জীবদ্দশায় সব অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। একজন বলিষ্ঠ সংগঠক হিসেবে পটুয়াখালী জেলা, বাউফল উপজেলা ও থানা বিএনপিকে সুসংগঠিত ও মজবুত ভিত্তির ওপর দাঁড় করতে তিনি নিরলস প্রচেষ্টা চালিয়েছেন। তিনি ছিলেন অত্যন্ত অমায়িক ও সজ্জন একজন মানুষ।


তিনি বলেন, জিয়াউর রহমান প্রবর্তিত বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাসী মরহুম সাহাজাদা মিয়া আজীবন দলীয় আদর্শের প্রতি ছিলেন অবিচল। তার মৃত্যুতে পটুয়াখালী বিএনপি একজন দক্ষ, কর্মনিষ্ঠ ও শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে নিবেদিতপ্রাণ সংগঠককে হারালো। তার মৃত্যুতে আমি তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি।

বিএনপি মহাসচিব সাহাজাদা মিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, নিকটজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।