আর্জেন্টিনাকে সাপোর্ট করাই কাল হলো সোহাগের

উপজেলার ল্যাংড়াবাজার এলাকায় শুক্রবার রাত ৯টার দিকে বন্ধুদের সঙ্গে ধর্মীয় সভা শুনতে গিয়ে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনায় জড়িত দুই যুবককে আটক করেছে পুলিশ।

আর্জেন্টিনাকে সাপোর্ট করাই কাল হলো সোহাগের
আর্জেন্টিনাকে সাপোর্ট করাই কাল হলো সোহাগের

প্রথম নিউজ, ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী দুই বন্ধুর ছুরিকাঘাতে সোহাগ (২২) নামে এক যুবক খুন হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার ল্যাংড়াবাজার এলাকায় শুক্রবার রাত ৯টার দিকে বন্ধুদের সঙ্গে ধর্মীয় সভা শুনতে গিয়ে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনায় জড়িত দুই যুবককে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলো— উপজেলার বাশাটি ইউনিয়নের জয়েদা গ্রামের নিহতের দুই প্রতিবেশী বন্ধু তানভীর ও জুবায়ের। নিহত সোহাগ (২২) ওই একই এলাকার স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত মুক্তাগাছা থানার ওসি মো.আব্দুল মজিদ।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, তানভীর ও জুবায়ের দুজনই নিহত সোহাগের ঘনিষ্ঠ বন্ধু ছিল। ফুটবল বিশ্বকাপ ফাইনাল খেলায় সোহাগ আর্জেন্টাইন সাপোর্টার এবং তানভীর ও জুবায়ের ছিলেন ব্রাজিলের সাপোর্টার। ফাইনালে ব্রাজিল হেরে গেলে ওই খেলা কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। স্থানীয়দের মাধ্যমে যা পরবর্তী সময় মীমাংসা হয়ে যায়। শুক্রবার সন্ধ্যায় ১০-১২ জন বন্ধু মিলে একসঙ্গে উপজেলার ল্যাংড়াবাজার এলাকায় ধর্মীয় সভা শুনতে যায় তারা। রাত সাড়ে ৮টার দিকে পূর্ব বিরোধের জেরে তাদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে।

ঘটনায় একপর্যায়ে রাত ৯টার দিকে তানভীর ও জুবায়ের তাদের বন্ধু সোহাগকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে সোহাগ। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুক্তাগাছা থানার ওসি মো. আব্দুল মজিদ জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে আমি নিজেই ছুটে যাই এবং ঘটনাস্থলের আশপাশে পালিয়ে থাকা তানভীর ও জুবায়েরকে আটক করেছেন। তানভীর নিজেই ছুরিকাঘাত করেছে বলে স্বীকার করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি জানান।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: