‘আমরা ছাত্র এটাই আমাদের অপরাধ’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ডাকা বিক্ষোভ কর্মসূচি কেমন চলছে সেটা দেখার জন্য আফতাবনগর ও বাড্ডা এলাকায় ঘোরাঘুরির সময় পুলিশ তাদের আটক করে।

প্রথম নিউজ, অনলাইন: সোমবার বেলা পৌনে ১টা। রাজধানীর মেরুল বাড্ডার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশে একটি প্রিজন ভ্যান দেখা যায়। হঠাৎ ভ্যানটির ভেতর থেকে দুজনের মাথা দেখা গেল। ডাক দিতেই তাদের একজন বললেন, 'আমাদের কোনো অপরাধ দেখি না। আমরা ছাত্র এটাই আমাদের অপরাধ। '
প্রিজন ভ্যানে আটকৃতদের সঙ্গে কথা বলে জানা যায়, ভ্যানের মধ্যে তারা চারজন রয়েছেন। এর মধ্যে একজন ব্র্যাক বিশ্ববিদ্যালয়, অন্য দুজন সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী। এছাড়া বাকি একজনের বিষয়ে জানা যায়নি।
তারা আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ডাকা বিক্ষোভ কর্মসূচি কেমন চলছে সেটা দেখার জন্য আফতাবনগর ও বাড্ডা এলাকায় ঘোরাঘুরির সময় পুলিশ তাদের আটক করে। শিক্ষার্থীদের মধ্যে একজন মানবজমিনকে বলেন, আমি তাদের (পুলিশ) জিজ্ঞাসা করেছি আমার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট আছে কিনা? কোনো উত্তর না দিয়ে আটক করে।
এ বিষয়ে বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাজন সাহা গণমাধ্যমকে বলেন, ‘তিনজনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। আমরা এখনও নিশ্চিত না তারা শিক্ষার্থী কিনা।’