আমি মানুষের কথা ভাবতে চাইনি: জয়া

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি শুধু বাংলাদেশে নয়, ওপার বাংলায়ও সমান জনপ্রিয়

আমি মানুষের কথা ভাবতে চাইনি: জয়া
আমি মানুষের কথা ভাবতে চাইনি: জয়া

প্রথম নিউজ, ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি শুধু বাংলাদেশে নয়, ওপার বাংলায়ও সমান জনপ্রিয়। 

বৃহস্পতিবার জয়া নতুন বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, তিনি প্রকৃতির ভেতর নিজে খুঁজে বেড়াচ্ছেন। 

ছবির ক্যাপশনে জয়া লিখেছেন— ‘আমি মানুষের কথা ভাবতে চাইনি। আমি চেয়েছিলাম গাছ, গন্ধ আর রঙ। কাঠের শিফট ছায়া, যে ভাষা বলেছে আমি বুঝতে পেরেছি।’ 

তিনি আরও লেখেন— ‘আমার ইচ্ছা ছিল, আমি শুধু এর মধ্যে অদৃশ্য হয়ে যেতে পারতাম। শীতকালে একটি পাখি বা শিয়ালের মতো বাস করতে পারতাম। এবং আমি যা কিছু দেখেছি, তা আমাকে ছাড়া তাদের সমাধান করতে ছেড়ে যেতে পারতাম।’

অবশ্য এই অভিনেত্রী এসব মন্তব্যে নির্বিকার। এ প্রসঙ্গে কিছু দিন আগেই টাইমস অব ইন্ডিয়ার কাছে জয়া আহসান বলেছিলেন— ‘আমি বাজে মন্তব্যগুলো নিয়ে এখন আর বেশি ভাবি না। এটা আমাদের জীবনের অংশ হয়ে গেছে। যে কেউ এখন অন্য কাউকে নিয়ে যা খুশি বলতে পারেন।’

উল্লেখ্য, বছর ছয়েক আগে জয়া আহসান অভিনয় করেছিলেন নুরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ সিনেমায়। শুটিং শেষ হলেও নানা কারণে সিনেমাটি মুক্তি পায়নি। আসছে কিছু দিনের ভেতর মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: