আবারও বন্ধ আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল
প্রথম নিউজ, মানিকগঞ্জ : মানিকগঞ্জের আরিচায় অ্যাপ্রোচ চ্যানেলে নাব্যতা সংকটের কারণে আরিচা-কাজিরহাট নৌপথের ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)।
শনিবার (১৬ নভেম্বর) সকাল ৬টা থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এ নিয়ে চলতি মাসেই তিন দফায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হলো। এতে আবারও নৌপথের উভয় ঘাট এলাকায় নদী পারাপারের অপেক্ষায় শতাধিক পণ্যবাহী ট্রাকের চালক ও সহযোগী শ্রমিকসহ যাত্রীরা।
রোববার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ে আরিচা ফেরিঘাটের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নৌপথের আরিচা ঘাটের অ্যাপ্রোচ চ্যানেলে পর্যাপ্ত পানি না থাকায় আবারও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এই নৌপথ ব্যবহারকারীদের বিকল্প পথ ব্যবহার করার জন্য বলা হয়েছে।
নৌপথে নাব্যতা সংকটের কারণে এই নৌপথ দিয়ে নিয়মিত যাত্রী ও পণ্য পরিবহনের ওপর ব্যাপক প্রভাব পড়ছে। ফলে এই নৌপথের যানবাহনগুলোকে বিকল্প পথে যেতে হলে সময় ও পরিবহন খরচ অনেক গুণ বেড়ে যায়।
প্রসঙ্গত, যমুনা নদীর পানি কমে যাওয়ায় নাব্যতা সংকটের কারণে চলতি মাসের ১ নভেম্বর রাত ১০টা থেকে সাড়ে ৩৭ ঘণ্টা এবং ৮ নভেম্বর রাত ১১টা থেকে ৬১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।