আদানি গ্রুপ নিয়ে অনুসন্ধান কমিটি করেছে ভারত

কার্যত আদানি সাম্রাজ্যে ধস নেমেছে। সোমবারই সুপ্রিম  কোর্টের নির্দেশে আদানিদের এই পতন সম্পর্কে অনুসন্ধানের জন্য বিশেষজ্ঞ কমিটি গড়েছে সরকার। 

আদানি গ্রুপ নিয়ে অনুসন্ধান কমিটি করেছে ভারত
আদানি গ্রুপ নিয়ে অনুসন্ধান কমিটি করেছে ভারত

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশের পর থেকে আদানিদের শেয়ার পতন অব্যাহত রয়েছে। পতন হয়েছে সোমবারও। কার্যত আদানি সাম্রাজ্যে ধস নেমেছে। সোমবারই সুপ্রিম  কোর্টের নির্দেশে আদানিদের এই পতন সম্পর্কে অনুসন্ধানের জন্য বিশেষজ্ঞ কমিটি গড়েছে সরকার।  সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টকে জানান, যদিও কেন্দ্রীয় সরকার মনে করে যে, সেবি এবং কর্পোরেট মন্ত্রক এই ব্যাপারে সম্পূর্ণ অবগত এবং নতুন কমিটি গড়ার প্রয়োজনীয়তা ছিল না। কিন্তু মহামান্য আদালতের নির্দেশ অনুযায়ী একটি বিশেষজ্ঞ প্যানেল তৈরি করা হয়েছে ঘটনা অনুসন্ধানের জন্য। তুষার মেহতা এরপর কমিটির সদস্যদের নাম একটি সিল করা খামে সুপ্রিম কোর্টের কাছে দাখিল করেন।

এদিকে সোমবারও আদানিদের শেয়ার দর আরও পড়েছে। সাতটি লিস্টিং কোম্পানির ক্ষতির পরিমাণ ১২০ বিলিয়ন ডলার। আদানিদের এই পতনের ফলে রাষ্ট্রের আর্থিক অবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে, এই অনুমান করে সুপ্রিম কোর্ট গত শুক্রবার বিশেষ কমিটি গড়ার নির্দেশ দিয়েছিল সরকারকে। রাজ্যসভা এবং লোকসভায় বিষয়টি নিয়ে তুমুল গণ্ডগোল হওয়ার পর সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কমিটি গঠন করেছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: