আইডিয়াল কলেজ শিক্ষার্থী আদনানের ময়নাতদন্ত সম্পন্ন
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর ধানমন্ডিতে ধারালো অস্ত্রের আঘাতে নিহত আদনান সাঈদ রাকিবের (১৮) ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
সোমবার (১৭ জুলাই) বিকেল পৌনে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়।
নিহত আদনানের বড় ভাই হৃদয় বলেন, ঢাকা মেডিকেলে আমার ভাইয়ের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে পুলিশ আমাদের কাছে আমার ভাইয়ের মরদেহ হস্তান্তর করে। আমরা প্রথমে আমার ভাইয়ের মরদেহ গ্রিন রোডের স্টাফ কোয়ার্টারে নিয়ে যাব। সেখান থেকে জানাজা শেষে আমার ভাইকে নোয়াখালীর রামগঞ্জ থানা এলাকায় আবারও জানাজা শেষে দাফন করা হবে।
তিনি বলেন, আমার ভাইকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, মরদেহটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ধানমন্ডি থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রাকিব হত্যায় জড়িত আসামিদের ধরতে অভিযান পরিচালনা করছি।
এর আগে, রোববার (১৬ জুলাই) রাত ১১টার দিকে ধানমন্ডির শেখ জামাল ক্লাবের ফুটপাতের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রাকিব নিহত হয়। সে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।