অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর শাহবাগ এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ছয়জন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।
বুধবার (৫ জুলাই) রাত শাহবাগ থানার হজরত গোলাপ শাহ মাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা-উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিম
গ্রেপ্তাররা হলেন- সজিব মোল্লা, অন্তর দাস ওরফে শান্ত, মো. নাসির উদ্দিন, মো. আলাউদ্দিন ঢালী, মো. বাবু ও মো. পারভেজ মিয়া। তাদের কাছ থেকে দুটি চাকু জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৬ জুলাই) এসব তথ্য জানান অভিযানের নেতৃত্ব দেওয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুল আলম মুজাহিদ।
তিনি জানান, কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতির উদ্দেশ্যে হজরত গোলাপ শাহ মাজারের পশ্চিম দিকে অস্ত্রসহ অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি আরও জানান, গ্রেপ্তাররা পুরান ঢাকার বাবু বাজার, নয়াবাজার, কোতোয়ালী, সূত্রাপুর ও গুলিস্তান এলাকায় ডাকাতি করত। তারা ঘটনার দিন ডাকাতি করার জন্য সমবেত হয়েছিল বলে স্বীকার করেছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই গোয়েন্দা কর্মকর্তা।