অলিম্পিকে যাওয়া হচ্ছে না বাংলাদেশের মেয়েদের
অর্থের অভাবে বাছাইপর্ব খেলতে মায়ানমার যাওয়া হচ্ছে না সাবিনা-তহুরাদের। গতকাল এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।
প্রথম নিউজ, খেলা ডেস্ক: ৫-১১ এপ্রিল মেয়েদের অলিম্পিক ফুটবলের বাছাইপর্ব খেলতে বাংলাদেশের মেয়েদের যাওয়ার কথা ছিল মায়ানমার। কিন্তু অর্থের অভাবে বাছাইপর্ব খেলতে মায়ানমার যাওয়া হচ্ছে না সাবিনা-তহুরাদের। গতকাল এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। বাফুফের বিজ্ঞপ্তিতে অবশ্য কোনো রাখঢাক করা হয়নি। বলা হয়েছে, ‘মায়ানমার যাতায়াতের বিমান ভাড়া, ইন্স্যুরেন্স ফি, সেখানে থাকা-খাওয়া ও ট্রান্সপোর্টশনসহ অন্যান্য প্রয়োজনীয় খরচের সংকুলান না হওয়ায় উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশ মেয়েদের জাতীয় ফুটবল দলের অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না।’
মায়ানমার সফরের সম্ভাব্য খরচ কোটি টাকা ধরা হয়েছিল বলে এই প্রতিবেদককে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। দেশের ফুটবলে আশার আলো যখন মেয়েরাই, তখন টাকার জন্য সফর বাতিল হওয়াটা হতাশাজনকই। গত সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর আর আন্তর্জাতিক ম্যাচ খেলেননি সাবিনারা। এই সফর বাতিল হওয়ায় মাঠে নামার অপেক্ষাটা তাদের আরও বাড়ল।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: