অ্যাম্বারের মামলা জেতার পর আরেক সুখবর পেলেন জনি ডেপ

সাবেক স্ত্রীর বিরুদ্ধে করা মানহানির মামলায় জিতে খোশ মেজাজে আছেন হলিউড তারকা জনি ডেপ

অ্যাম্বারের মামলা জেতার পর আরেক সুখবর পেলেন জনি ডেপ
অ্যাম্বারের মামলা জেতার পর আরেক সুখবর পেলেন জনি ডেপ-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : সাবেক স্ত্রীর বিরুদ্ধে করা মানহানির মামলায় জিতে খোশ মেজাজে আছেন হলিউড তারকা জনি ডেপ। সেই সুখবরের মধ্যেই আরও একটি মন ভালো করা সংবাদ পেলেন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ তারকা। দীর্ঘদিনের বন্ধু জেফ বেকের সঙ্গে করা তার অ্যালবাম মুক্তি পেতে যাচ্ছে অচিরেই। সুখবরটি জানালেন জেফ বেক নিজেই। ইটি কানাডাকে জেফ বলেছেন, ‘জনির সঙ্গে আমার পাঁচ বছরের পরিচয়। এরপর থেকে একসঙ্গে হেসেই চলেছি। আমরা সত্যিই একটা অ্যালবাম তৈরি করে ফেলেছি। আর তা জুলাইতে বের হবে।’ জেফের সঙ্গে ইংল্যান্ডে সম্প্রদি জ্যামিং করেছেন জনি।  যে কারণে এমনকি নিজের এতবড় মামলার চূড়ান্ত রায় শুনতে আদালতেও যাননি জনি। বেকের সঙ্গে গাইতে চলে গিয়েছিলেন যুক্তরাজ্যে।

এদিকে আদালত জনির সাবেক স্ত্রীকে ১৫ মিলিয়ন বা দেড় কোটি ডলার অর্থদণ্ড দিয়েছেন।  কিন্তু সে অর্থ দেওয়ার মত সামর্থ্য নেই আম্বার হার্ডের। অ্যাম্বারের আইনজীবীর বরাতে লস অ্যাঞ্জেলস টাইমস জানিয়েছে, আর্থিক অবস্থা ভালো নয় অ্যাম্বারের।  হার্ড কোনোভাবেই ক্ষতিপূরণের অর্থ প্রদানে সক্ষম নন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom