অবরোধ সমর্থনে রাজধানীর বিভিন্ন সড়কে জামায়াতের অবস্থান

অবরোধ সমর্থনে রাজধানীর বিভিন্ন সড়কে জামায়াতের অবস্থান

প্রথম নিউজ, ঢাকা : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ কামাল হোসাইন বলেছেন, ক্ষমতাসীন ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জনগণের মতামতের কোনো তোয়াক্কা ক্ষমতাসীনরা করছে না। তারা আবারো প্রহসনের নির্বাচন মঞ্চস্থ করতে মরিয়া হয়ে উঠেছে। এবার মানুষ জীবন দিয়ে হলেও এই প্রহসনের নির্বাচন বানচাল করবে।

বুধবার (২২ নভেম্বর) সকালে পুলিশি বাধার মুখে রাজধানীর রায়েরবাগ বাস স্ট্যান্ডে অবরোধ পালনকালে নেতৃত্ব দিয়ে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা পদত্যাগ করুন। আপনাদের অধীনে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সরকার, নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ সব একাকার হয়ে গেছে। তাই বড় রাজনৈতিক দল ও মূল বিরোধী দলকে নির্বাচনের বাইরে রেখে একতরফা নির্বাচন করতে তড়িঘড়ি তফসিল ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শূরা সদস্য শাহজাহান খান, মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা বাইজিদ হাসান, সাফিউল আলম ও মহানগরী দক্ষিণ শিবির নেতা দেলাওয়ার হোসেন প্রমুখ নেতারা।এছাড়াও অবরোধের ৬ষ্ঠ দফার ৪৮ ঘণ্টার প্রথম দিনে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত অবরোধ কর্মসূচি পালন করে।

এরমধ্যে ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শূরার অন্যতম সদস্য শাহীন আহমেদ খানের নেতৃত্বে রাজধানীর রাজারবাগ শাহজাহানপুরে ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শূরা সদস্য মুহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে শ্যামপুর জুরাইন এলাকার সড়ক অবরোধ করেন জামায়াতের নেতাকর্মীরা।