অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ব্যাটারিচালিত বেপরোয়া অটোরিকশার ধাক্কায় মায়ের কোলে থাকা দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম ওসমান গনি। এ ঘটনায় নিহত শিশুর ৬ বছর বয়সী বোন হুমায়রা আহত হয়েছে। বুধবার (১১ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটে।
ঢাবা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
শিশুটির মা জোসনা আক্তার জানান, চিপস কিনে দেওয়ার জন্য ছোট সন্তানকে কোলে নিয়ে মেয়েকে সঙ্গে করে কামরাঙ্গীচর মুন্সিহাটি এলাকায় বাড়ির অদূরে দোকানে যান। ওই সময় একটি অল্প বয়সের চালক ব্যাটারিচালিত অটোরিকশা (মিসুক) দোকানের সামনে এক নারীকে ধাক্কা দেয়। ওই নারী ছিটকে গিয়ে শিশুটির মা জোসনা বেগমের উপর পড়েন। সে সময় তার কোলে থাকা শিশু উসমান গনি ছিটকে রাস্তায় পড়ে যায়। পরে তার ওপর দিয়েই অটোরিকশাটি চলে যায়।
এসময় স্থানীয়রা অটোরিকশাসহ চালককে আটক করেন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতাল হয়ে রাত ১০টায় ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ওসমান গনি কামরাঙ্গীরচর থানার মুন্সীহাটির বাসিন্দা জীবন আহমেদ শাকিলের ছেলে। দুই বোন এক ভাইয়ের মধ্যে সে ছিল ছোট।