Samsung সস্তায় দারুণ 5G ফোন বাজারে আনছে, ফিচারে যা আছে জেনে নিন
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: Samsung Galaxy A25 5G চলতি বছরের মধ্যেই বাজারে পা রাখতে চলেছে। সম্প্রতি, ফোনটির সাপোর্ট পেজ ভারতে লাইভ হওয়ার পাশাপাশি টিইউভি (TUV) সার্টিফিকেশন থেকে চার্জিং স্পিড প্রকাশ্যে এসেছে। এবার Samsung Galaxy A25 5G-এর অফিসিয়াল রেন্ডার এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন সামনে চলে এল। ছবিতে হ্যান্ডসেটটি নতুন স্পেস-শেভিং ফ্রেমের সাথে দেখা গিয়েছে। ডানদিকে একসাথে ক্লাস্টার করা পাওয়ার এবং ভলিউম বাটনগুলির চারপাশের অংশটি ছেঁটে ফেলে নতুন লুক দেওয়া হয়েছে Galaxy A25 5G মডেলে৷
Samsung Galaxy A25 5G-এর স্পেসিফিকেশন ও ডিজাইন ফাঁস
মাইস্মার্টপ্রাইস-এর শেয়ার করা ছবি অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি এ২৫ ৫জি-তে গোলাকার কোণ, স্লিম বেজেল এবং নীচের দিকে একটি পুরু চিন থাকবে। এটি একই রিয়ার ডিজাইন অনুসরণ করবে, যা ২০২৩ সালে প্রায় সমস্ত স্যামসাং স্মার্টফোনে দেখা গেছে। তিনটি ক্যামেরা সেন্সর ওপরের বাম কোণে এবং নীচে একটি স্যামসাং লোগো সহ উল্লম্বভাবে অবস্থান করবে। ফোনের সামনে ওয়াটার ড্রপ নচ দেখা যাবে। এছাড়া, ফ্রেমের ডান পাশে সামান্য বাম্প সহ একটি পাওয়ার বাটন এবং ভলিউম কী থাকবে। আর ফ্রেমের বাম পাশে সিম ট্রে দেখা যাবে। স্মার্টফোনটি ব্লু, ব্ল্যাক, ইয়েলো, লাইট ব্লু – এই চারটি কালারে পাওয়া যাবে।
স্পেসিফিকেশনের ক্ষেত্রে, Samsung Galaxy A25 5G-তে ৬.৫ ইঞ্চির ফুলএইচডি+ সুপার অ্যামোলেড (AMOLED) ইনফিনিটি-ইউ ডিসপ্লে থাকবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,০০০ নিট পিক ব্রাইটনেস অফার করবে। ফোনটি এক্সিনস ১২৮০ চিপসেট দ্বারা চালিত হবে। ৬ জিবি/ ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ অপশনে আসবে। এটি ১ টিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ডও সাপোর্ট করবে।
ক্যামেরার ক্ষেত্রে, Galaxy A25 5G-তে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর থাকবে৷ আর ফোনের সামনে, একটি ১৩ মেগাপিক্সেলের সেলফি অবস্থান করবে। ক্যামেরাটিতে আর্টিফিসিয়াল ইন্ট্যালিজেন্স (AI) এডিট ফিচার এবং ফিল্টারও অন্তর্ভুক্ত থাকবে।
এছাড়া, এই স্যামসাং স্মার্টফোনটি চার বছরের ওএস এবং পাঁচ সিকিউরিটি আপডেট পাবে। এতে স্যামসাং Samsung Knox সিকিউরিটি এবং স্যামসাং পে-ও অন্তর্ভুক্ত থাকবে। বাজেট রেঞ্জে আসা সত্ত্বেও, ফোনটি স্টেরিও স্পিকার অফার করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, ডিভাইসটি ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে।