৮টি ছাগলসহ ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধার
প্রথম নিউজ, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দর্শনায় ছাগল চড়ানোর সময় ট্রেনে কাটা পড়ে নূরজাহান খাতুন (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এসময় তার প্রায় ৮টি ছাগল ট্রেনে কাটা পড়ে মারা যায়। বুধবার (২৬ জুলাই) সকালে চিলাহাটিগামী রুপসা এক্সপ্রেস ট্রেনে চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দর্শনার শাপলা পার্ক সংলগ্ন ছোট পুলের নিকট এ দুর্ঘটনা ঘটে।
নিহত নূরজাহান খাতুন ওরফে নুরী উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের মৃত আবুল কালাম মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় বুধবার সকালে নুরজাহান ছাগল চড়াতে যান। রেললাইনের উপর দিয়ে ছাগল নিয়ে যাচ্ছিলেন। অসাবধানতায় ট্রেনে কাটা পড়েন নূরজাহান। এ সময় তার ৮টি ছাগলও কাটা পড়ে।
দর্শনা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান ঢাকা পোস্টকে বলেন, ট্রেনে কাটা পড়ে নূরজাহান নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন।