১৭ কোটি রুপি উদ্ধারের পর আমির খান গ্রেফতার

শুক্রবার রাতে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। তল্লাশি চালিয়ে আমিরের বাড়ি থেকে ১৭ কোটিরও বেশি টাকা উদ্ধার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

১৭ কোটি রুপি উদ্ধারের পর আমির খান গ্রেফতার
১৭ কোটি রুপি উদ্ধারের পর আমির খান গ্রেফতার

প্রথম নিউজ, আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খানকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। শুক্রবার রাতে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। তল্লাশি চালিয়ে আমিরের বাড়ি থেকে ১৭ কোটিরও বেশি টাকা উদ্ধার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। খবর আনন্দবাজার পত্রিকার। এ ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন আমির। শনিবার আটকদের আদালতে পেশ করা হবে। একটি মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে আর্থিক প্রতারণার অভিযোগের তদন্তে নেমে গার্ডেনরিচের শাহি আস্তাবল গলি, পার্ক স্ট্রিট, মোমিনপুরের বন্দর এলাকা, নিউটাউনসহ শহরের ছয়টি জায়গায় গত ১০ সেপ্টেম্বর অভিযান শুরু করেছিল ইডি।

তদন্তকারী সংস্থার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আমিরের ঘরের খাটের তলা থেকে বান্ডিলের পর বান্ডিল নগদ টাকা উদ্ধার করা হয়েছিল। মোট ১৭ কোটি ৩২ লাখ টাকা উদ্ধার করা হয়, যা ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল গোটা রাজ্যে। গার্ডেনরিচের ব্যবসায়ী নিসার আহমেদ খানের ছেলে আমিরের বিরুদ্ধে পার্ক স্ট্রিট থানায় একটি প্রতারণার অভিযোগ করা হয়েছিল। সেই পুরনো মামলার তদন্তে নেমে আমিরের বিরুদ্ধে অভিযান শুরু করে তারা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom