হিন্দুদের ওপর কথিত নির্যাতনের আরও একটি ভুয়া ভিডিও

এএফপি’র ফ্যাক্টচেক

হিন্দুদের ওপর কথিত নির্যাতনের আরও একটি ভুয়া ভিডিও

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: বাংলাদেশের একটি চ্যারিটি ভিডিওকে একজন হিন্দুকে ধর্মান্তরিত করা হচ্ছে বলে মিথ্যা প্রচারণা করা হয়েছে। বিষয়টি ধরা পড়েছে বার্তা সংস্থা এএফপি’র ফ্যাক্টচেকে। ভারত থেকে এই বার্তা সংস্থার সাংবাদিক দেবেশ মিশ্র লিখেছেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায় বিছানায় শুয়ে থাকা একজন ব্যক্তিকে নিয়ে তার মাথার চুল পরিষ্কার করে দেয়া হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ইংরেজিতে ক্যাপশন লেখা হয়- ‘হিন্দু মঙ্ক বিং কনভার্টেড টু ইসলাম’। অর্থাৎ হিন্দু ব্যক্তিকে ধর্মান্তরিত করে মুসলিম বানানো হচ্ছে। প্রকৃতপক্ষে এই ভিডিও বানিয়েছিল একটি গ্রুপ। তারা অসহায় ওই মুসলিম ব্যক্তিকে সহায়তা করছিলেন।

এএফপি লিখেছে, ২০২৪ সালের ৩রা ডিসেম্বর এক্সে হিন্দি ভাষায় এটাকে এভাবে উপস্থাপন করা হয় যে- বাংলাদেশে একজন হিন্দু সন্ন্যাসীকে ধর্মান্তরিত করা হয়েছে। তার চুল কেটে দেয়া হয়েছে। এখনো সময় আছে। যদি আমরা রক্তপাত না করি তাহলে অনেক কিছু ঘটতে পারে।  এতে বাংলাদেশি হিন্দুদের পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে হ্যাশট্যাগ ‘বাংলাদেশ হিন্দু জেনোসাইড’ জুড়ে দেয়া হয়। প্রকৃতপক্ষে ৫৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় একজন মানুষ জোর করে ওই ব্যক্তির মাথার চুল এবং দাড়ি কেটে দিচ্ছেন। তারপর তাকে গোসল করিয়ে দিচ্ছেন। কিন্তু এই ভিডিওকে বিকৃত করে প্রচার করা হয়। বিশেষ করে নভেম্বরে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের পর এই পোস্ট বিদ্যুৎবেগে ছড়িয়ে পড়ে।

কিন্তু যে ভিডিওটি উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো হয়েছে, তার সঙ্গে বাংলাদেশে ধর্মীয় কথিত সংঘাতের কোনোই সম্পর্ক নেই। মূল ভিডিওটি ২০২৪ সালের ২৬শে অক্টোবর ফেসবুকে ‘মাহবুব ক্রিয়েশন ৪’ নামে একটি পেজ থেকে প্রকাশ করা হয়। এর ক্যাপশন ছিল বাংলায়। তাতে বলা হয়, ১৫ বছর পর তিনি চুল কাটলেন, গোসল করলেন। সঙ্গে হ্যাশট্যাগ ‘সেভ হিউম্যানিটি’ যুক্ত করা হয়। এএফপি আলোচিত দুটি ভিডিওর স্ক্রিনশটই পাশাপাশি শেয়ার করেছে।